
জিম্বাবুয়ের বিপক্ষে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিলেন মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তৃতীয় দিনের খেলায় ৩১৮ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করেন মিস্টার ডিপেন্ডেবল।
উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার মুশফিকুর রহিম।
এর আগে, ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের দুর্দান্ত একটি খেলেন মুশফিকুর রহিম। এটিই এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের টেস্টে সর্বোচ্চ ইনিংস। আর ২০১৩ সালের শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম।
এছাড়া আর মাত্র দু’জন টাইগার ক্রিকেটারের ডাবল সেঞ্চুরির রেকর্ড আছে। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় ২০৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
২০১৩ সালে গল টেস্টে মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কার বিপক্ষে ১৯০ রানের একটি ইনিংস খেলেন।
Array