• ঢাকা, বাংলাদেশ

ক্লাব বিশ্বকাপ নিয়ে ইউরোপ থেকে সৌদি আরব—সবখানেই শুরু হয়েছে তোড়জোড় 

 admin 
05th Jun 2025 9:27 pm  |  অনলাইন সংস্করণ

খেলাধুলা ডেস্ক:   ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ নিয়ে ইউরোপ থেকে সৌদি আরব—সবখানেই শুরু হয়েছে তোড়জোড়। কারণ এই টুর্নামেন্টে পুরস্কার মূল্য ১ বিলিয়ন ডলার। এরমধ্যে বিজয়ী দল যে টাকা পাবে, তা প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাবের এক মৌসুমের বাজেটের চেয়েও বেশি। খবর ফুটমব’র।

এই বিপুল অর্থের লোভেই ক্লাবগুলো এখন হুমড়ি খেয়ে পড়ছে এই প্রতিযোগিতায় জায়গা করে নিতে। রিয়াল মাদ্রিদ তো ১০ মিলিয়ন পাউন্ড খরচ করে লিভারপুল থেকে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে এক মাস আগেই দলে ভিড়িয়েছে। যেন জুনেই তাকে ক্লাব বিশ্বকাপে মাঠে নামানো যায়।

রিয়াল মাদ্রিদের এমন আগ্রাসী সিদ্ধান্ত শুধু ট্রেন্টেই থেমে নেই। ক্লাবটি এরইমধ্যে নতুন কোচ হিসেবে নিয়ে এসেছে সাবেক খেলোয়াড় এবং লিভারকুজেনের সফল কোচ জাবি আলোনসোকে। সাধারণত নতুন কোচকে মৌসুম শুরুর আগে পুরো প্রস্তুতির সুযোগ দেওয়া হয়। কিন্তু এবার তার সামনে কঠিন চ্যালেঞ্জ—অল্প সময়ে দল গোছানো এবং নতুন কৌশল কাজে লাগিয়ে কঠিন প্রতিযোগিতায় নামা।

চেলসিও পিছিয়ে নেই। তারা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের ফরোয়ার্ড লিয়াম ডেলাপকে দলে ভেড়ানোর কাজ শেষ করেছে। সাধারণত এমন খেলোয়াড়দের ধীরে ধীরে দলে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এবার ক্লাব বিশ্বকাপের জন্য তাকে সরাসরি প্রতিযোগিতার চাপের মুখে পড়তে হচ্ছে।

শুধু ইউরোপ নয়, মধ্যপ্রাচ্য থেকেও দলগুলো আগাম প্রস্তুতিতে ব্যস্ত। আল-হিলাল চাইছে ব্রুনো ফার্নান্দেজকে দলে টানতে। তারা ইন্টার মিলান ছেড়ে দেওয়া কোচ সিমোনে ইনজাঘিকে দলে ভিড়িয়েছে। অন্যদিকে আল-নাসরের ক্রিস্টিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভবিষ্যৎ নিয়ে রহস্যময় পোস্ট দিচ্ছেন। ফিফা সভাপতি ইনফান্তিনোও ইঙ্গিত দিয়েছেন যে রোনালদোকে নিয়ে আলোচনায় রয়েছে তারা।

এই টুর্নামেন্ট যে কতটা অর্থকেন্দ্রিক, তা বোঝা যায় যুক্তরাষ্ট্রের তিনটি ক্লাব ইন্টার মায়ামি, লস অ্যাঞ্জেলেস এফসি ও সিয়াটল সাউন্ডার্সের পুরস্কারের দিক থেকে। তারা শুধুমাত্র অংশগ্রহণ করলেই পাবে প্রায় ১০ মিলিয়ন ডলার, যা মেজর লিগ সকার থেকে পুরো মৌসুমে পাওয়া অর্থের চেয়ে বেশি। এতে করে লিগের ন্যায়বিচার নীতিই প্রশ্নবিদ্ধ হচ্ছে।

ইংলিশ ক্লাবগুলোর ক্ষেত্রেও একই অবস্থা। চেলসি কিংবা ম্যানচেস্টার সিটি যদি এই টুর্নামেন্ট জিতে যায়, তাহলে তারা প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর চেয়ে আর্থিকভাবে অনেক এগিয়ে যাবে। অথচ একই সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি রুলস (PSR)-এর কারণে অন্যান্য ক্লাবের খরচ সীমাবদ্ধ করা হচ্ছে।

টুর্নামেন্টের কাঠামোও বিতর্কিত। তবে তা আকর্ষণীয়। মূল উদ্দেশ্য—ছয়টি মহাদেশের ক্লাবগুলোর অংশগ্রহণ। যদিও তা প্রশংসনীয়, তবে এর সময়সূচি, কাঠামো এবং অর্থনৈতিক দিক অনেকটাই অসুস্থ প্রতিযোগিতার জন্ম দিচ্ছে।

তবুও ১৪ জুন (বাংলাদেশে ১৫ জুন ভোরে) শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট ফুটবলপ্রেমীদের জন্য আকর্ষণীয় হতে পারে। নতুন কোচ আলোনসোর রিয়াল মাদ্রিদ কেমন হয়, সেটি আগেভাগেই দেখা যাবে। অনেক খেলোয়াড়ও তাদের নতুন ক্লাবে আত্মপ্রকাশ করবেন বিশ্বদরবারে।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১