admin
21st Jan 2025 5:14 pm | অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক থেকে এ তথ্য জানা গেছে। এই সময়ে ঢাকার বায়ুর মান স্কোর ছিল ২২৮। তবে সকাল ৯টা দিকে ছিল ২৪৬।বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে বসনিয়ার হার্জেগোভিনার সারায়েভো শহর।
তালিকার শীর্ষে অবস্থান করা সারায়েভোর বায়ুর মানের স্কোর ৪৭৮! অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকে ভারতের কোলকাতার বায়ুমান ২৮৫ বা খুবই অস্বাস্থ্যকর। তিনে পাকিস্তানের করাচির বায়ুমান ২৩২। এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। চারে থাকা ঢাকার বায়ুমান ২২৮, অর্থাৎ খুব অস্বাস্থ্যকর। পাঁচে থাকা দিল্লির বায়ুমান ২২৮।
Array