admin
04th Jul 2025 8:04 pm | অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উথলী রেল স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে দর্শনার দিকের প্রধান লাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। ট্রেনটি জীবননগরের উথলী স্টেশনে ক্রসিং শেষ করে মেইন লাইনে উঠতে গেলে শেষের একটি বগি (বিশ্রামঘর) লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু রায় জানান, পাকশী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেয়া হয়েছে। রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করবে।
Array