admin
02nd Mar 2020 6:56 pm | অনলাইন সংস্করণ

খুলনায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রাতে গুরুতর আহত অবস্থায় ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানান, সোমবার (২ মার্চ) বিকেলে কয়রার বায়লাহারানিয়া গ্রামের বাতিকাটা খালের ওপর কালভার্ট নির্মাণের কাজ করতে যান শ্রমিকরা। এসময় তাদের বাধা দেন জমির মালিকপক্ষ। খবর পেয়ে কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে যান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল।
পরে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে মাথায় গুরুতর আঘাত পান রাসেল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাসেলকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসক। তবে পথেই তার মৃত্যু হয়।
Array