
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার অবস্থা খুবই গুরুতর। তিনি এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন খোকা গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমার বাবার (সাদেক হোসেন খোকা) শারীরিক অবস্থা ভালো নেই। ক্যান্সারের সঙ্গে লড়ে যাচ্ছেন তিনি। তার অবস্থা ক্রমেই গুরুতর হচ্ছে। দেশবাসীর কাছে বাবার রোগমুক্তির জন্য দোয়া চাই।’ ২০১৪ সালের ২৪ মে উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। ওই বছরের জুলাইয়ে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন খোকা। জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর প্রথমে উঠেছিলেন নিউইয়র্কে বোনের বাড়িতে। পরে বাসা ভাড়া নেন নিউইয়র্কের কুইন্সের ইস্ট এলমহার্স্টে। সেখানে বিশ্বখ্যাত ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল মেমোরিয়াল সোয়ান কেটারিংয়ের চিকিৎসক জেমস জে শিহর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
Array