• ঢাকা, বাংলাদেশ

‘গভীর সমুদ্রবন্দর না থাকায় আসছে না বড় জাহাজ’ 

 admin 
27th Nov 2019 12:44 pm  |  অনলাইন সংস্করণ

কয়েক বছরের মধ্যে কক্সবাজারের মাতারবাড়ী ও পটুয়াখালীর পায়রাতে গভীর সমুদ্রবন্দর চালুর আশা করা হচ্ছে। তখন ব্যবসায়ীদের সংকট অনেকখানি কাটবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তিনি বলেন, গভীর সমুদ্রবন্দর না থাকায় আসছে না বড় জাহাজ। তাই আমদানি ও রপ্তানির পণ্য ঘুরতে হয় সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায়। এতে সময় ও খরচ দুটোই বেশি লাগছে। তবে শিগগির এই সমস্যার সমাধান হবে। এ ছাড়া, সহজ ব্যবসার সূচক দুই অঙ্কে আনার উদ্যোগ নেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশে প্রথমবারের মতো ৩৩তম সিএসিসিআই আন্তর্জাতিক ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অর্থনৈতিক অঞ্চলে বিদেশিদের বিনিয়োগের আহবানও জানান। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, হংকং, থাইল্যান্ডসহ ২৭ দেশের ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা এ সম্মেলনে অংশ নেন।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সব সেবা অনলাইনের আওতায় আনার আশ্বাস দেন। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে ইতিবাচক উল্লেখ করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে সরাসরি বিনিয়োগের আহবান জানান তিনি। অনুষ্ঠানে সিএসিসিআই সভাপতি সামির মোদি বলেন, বাংলাদেশ ১৯৯০ সালে সিএসিসিআইয়ের সদস্য হয়েছে। বিগত বছরগুলোয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বেশ আশাব্যঞ্জক। এ কারণে এ দেশ সম্মেলন করার জন্য বেছে নিয়েছি। তিনি বলেন, ভবিষ্যতে তথ্য প্রযুক্তি সব খাতেই বড় ভ‚মিকা রাখবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোকেও এর চ্যালেঞ্জ নিতে হবে। তিনি বলেন বাণিজ্য, বিনিয়োগ, নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং সংস্কারের মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল

এখন বিশ্বে বৃহত্তম এবং দ্রুত বিকাশমান অর্থনীতিকে নেতৃত্ব দিচ্ছে। সাম্প্রতিক এই অগ্রগতি বজায় থাকলে অঞ্চলটি ভবিষ্যৎ বিশ্ব অর্থনীতিকে নেতৃত্ব দেবে বলেও উল্লেখ করেন সামির মোদি। এফবিসিসিআই সভাপতি শেখ ফাহিম বলেন, বাংলাদেশের স্থিতিশীল ম্যাক্রো-ইকোনমিক প্রবৃদ্ধিসহ গত কয়েক দশকে দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ার চিত্র তুলে ধরেন। এফবিসিসিআই সভাপতি দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, দ্রুত অগ্রসরমান উন্নয়ন প্রকল্পসমূহ, বেসরকারি খাতের শীর্ষ সংগঠন হিসেবে বিভিন্ন নীতি প্রণয়নে সরকারের সঙ্গে এফবিসিসিআইয়ের অংশীদারত্ব এবং দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সরকারি-বেসরকারি খাতের যৌথ উদ্যোগের বিষয়ে অবহিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সঞ্চালনায় সিএসিসিআই-এর সদস্য দেশগুলোর বিভিন্ন সফল উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত ‘ব্যবসার সুযোগ-সুবিধা : সিএসিসিআই’ শীর্ষক সেশনের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এই সেশনে উদ্যোক্তারা তাদের নিজ নিজ দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগগুলো নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এ ছাড়াও বিভিন্ন দেশের বক্তাদের নিয়ে আরো ৩টি সেশন অনুষ্ঠিত হয়।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১