
১৬ আগষ্ট ২০১৯ : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, চামড়া বিদেশে রপ্তানী চালু রাখা উচিত। যারা চামড়ার ব্যবসা করতে চায় তাদের প্রতিযোগিতা করেই ব্যবসা করতে হবে। সরকার যদি চামড়া ব্যবসায়ীদের ইনসেনটিভ দিতে চায় তা অন্যভাবেই দিতে পারে। তবে, গরীব ও এতিমদের হক নষ্ট করে সুবিধা দেয়া ঠিক নয়।
আজ সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আলোচনায় গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।
আগামী ২৩ আগষ্ট জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চল্লিশা উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দু:স্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায়
গণমাধ্যম কর্মীদের পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন । তিনি আরো বলেন, প্রকৃত মূল্য পেতে যথেষ্ট বিক্রেতা ও ক্রেতা থাকতে হয়। কুরবানীর সময় অনেক বেশি চামড়া বিক্রেতা থাকে। কাঁচা চামড়া বেশি দিন রাখা যায়না আবার বিদেশেও রপ্তানী করতে দেয়া না হলে। যেকোন মূল্যেই মুষ্টিমেয় ক্রেতাদের কাছে বিক্রি করতে হয় চামড়া ।
Array