
ঢাকা, শনিবার ০৮ আগষ্ট- ২০২০: সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি এবং চন্ডিপুর ইউনিয়নে বন্যা কবলিত ২ (দুই) হাজার পরিবারের মাঝে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি’র ব্যাক্তিগত অর্থায়নে শুকনো খাবার বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল, উপজেলা জাতীয় দপ্তর সম্পাদক রাকিব মোঃ হাদিউল ইসলাম, জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি আলহাজ্ব জামিল আহম্মেদ,সাধারন সম্পাদক লিটন চাকলাদার, উপজেলা যুবসংহতি সভাপতি রেজাউল ইসলাম রানা,যুবসংহতির উপজেলা সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,জাতীয় ছাত্র সমাজের উপজেলা সভাপতি মোঃ শাহ সুলতান সরকার (সুজন),সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নুর সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
উল্লেখ্য,দেশে করোনা পরিস্থিতির মাঝে সুন্দরগন্জের ৮টি ইউনিয়নে বন্যা ব্যাপক আকার ধারন করেছে। স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ঈদের আগে এবং পরে নিজে থেকে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন। এ বিষয়ে এমপি জানান, উপজেলার বন্যাদুর্গত ৮ ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
Array