
ঢাকা, বুধবার ২৯ জুলাই, ২০২০:
গতকাল ২৮ জুলাই মঙ্গলবার গাইবান্ধার সুন্দরগন্জ উপজেলার হরিপুর ইউনিয়নের গুচ্ছ গ্রাম,চড়িতাবাড়ি, কানি চড়িতাবাড়ি,কারেন্ট বাজার ও মোল্লার চর সহ আরও বিভিন্ন স্থানে নৌকাযোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে চাল ও চিড়া বিতরণ করা হয়।
স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী,উপজেলা নির্বাহী কর্মকর্তা – কাজী লুতফুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা- খাদেমুল ইসলাম, জনস্বাস্থ্য অফিসার- খোকন রানা এর উপস্থিতিতে হরিপুর ইউপি চেয়ারম্যান- নাফিউল ইসলাম জিমি, উপজেলা কৃষক পার্টির সভাপতি- গোলাম মোস্তফা, জাতীয় যুব সংহতি সভাপতি- রেজাউল ইসলাম রানা, সাধারণত সম্পাদক রুবেল মিয়া, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি- সরওয়ার হোসেন বাবু ও জাতীয় ছাত্র সমাজ সভাপতি শাহ সুলতান সরকার সুজন,অতিরিক্ত মহাসচিব এর রাজনৈতিক সহকারী-মোসলেম মিয়াজী, বিশেষ সহকারী- নুর মোহাম্মদ রাফি জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ এ ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারী জানান, উপজেলার বন্যাদুর্গত সাত ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশ্লাআল্লাহ।
Array