• ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে সম্ভাবনা’র শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

 admin 
31st Jan 2025 9:27 pm  |  অনলাইন সংস্করণ

গাইবান্ধা প্রতিনিধি : শীতের তীব্র কষ্ট লাঘবে ‘পুষ্পকলি শীত উৎসব ২০২৪’-এর অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘সম্ভাবনা’।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বেলকা ইউনিয়নের মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা’ এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ (RCB)’র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার, প্যান্ট এবং মোজা বিতরণ করা হয়।

এসময় ক্রিকেট সংগঠক ও প্রশিক্ষক নারী ক্রিকেটার আরিফা জাহান বীথি, ক্রিকেটার হালিমা আক্তার, শানু আক্তার, সাখাওয়াত হোসেন, আরসিবির উপদেষ্টা ফেরদৌস সরকার, মোফাখখারুল মান্নান, ডা. রফিকুল ইসলাম, মনজুরুল মান্নান, সাংবাদিক সুদীপ্ত শামীম, আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকার, সাবেক সভাপতি হুমায়ুন কবির, আরসিবির সাংগঠনিক মোছাদ্দেক সরকার মুহিত, আরসিবি সদস্য জিএম মাহদী প্রমুখ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষরা। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শীতার্তদের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বেলকা নবাবগঞ্জ গ্রামের রহিমা বেগম বলেন, ‘শীতের রাতে ঘুমানো দায় হয়ে গেছিল। একটা পাতলা শাড়ি দিয়ে কোনো রকমে দিন কাটাইতেছিলাম। এই কম্বলটা পেয়ে একটু হলেও আরাম পাবো। আল্লাহ ওদের ভালো করুক।’

স্থানীয় কৃষক আব্দুল খালেক বলেন, ‘গরিব মানুষ, নিজের একটা ভালো গরম কাপড় কেনার সামর্থ্য নাই। শীত পড়লে খুব কষ্ট হয়, বিশেষ করে সকালে কাজে বের হলে। এই শীতবস্ত্র পেয়ে খুব উপকার হলো। আল্লাহ যেন এদের আরও শক্তি দেয়, যাতে আমাদের মতো মানুষের পাশে দাঁড়াইতে পারে।’

মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রাসেল হাসান জানায়, ‘আমি আগে খুব কাঁপতাম, হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যেত। কিন্তু এখন একটা গরম সোয়েটার পেয়েছি। এটা পরে স্কুলে যেতে পারব, খেলতে পারব। খুব ভালো লাগছে!’

রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ (RCB)’র সভাপতি হাবিবুল্লাহ সরকার বলেন, ‘এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আমরা ভবিষ্যতেও এ কার্যক্রম চালিয়ে যেতে চাই।’

সাংবাদিক ও সংগঠক সুদীপ্ত শামীম বলেন, ‘শীতবস্ত্র বিতরণ শুধু একটি সামাজিক দায়বদ্ধতা নয়, এটি মানুষের প্রতি দায়িত্ববোধেরও অংশ। সমাজের সকলেরই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।’

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক।ক্রিকেটার আরিফা জাহান বীথি বলেন, ‘খেলার মাঠে যেমন দলগত চেষ্টায় জয় আসে, তেমনি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতেও সম্মিলিত উদ্যোগ দরকার। আমরা যারা সামর্থ্যবান, তাদের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো। শীত শুধু একটা ঋতু নয়, অনেক মানুষের জন্য দুঃখের সময় হয়ে ওঠে। আমরা চাই, সবাই মিলে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের উদ্যোগ আরও বাড়িয়ে তুলবে।’

তিনি আরও বলেন, সম্ভাবনা ও রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ (RCB)-এর সঙ্গে এ উদ্যোগে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমরা যদি একসঙ্গে এগিয়ে আসি, তাহলে সমাজের অনেক অসহায় মানুষ একটু উষ্ণতা পাবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১