admin
26th Feb 2019 11:24 pm | অনলাইন সংস্করণ

অস্কারে সেরা অরিজিনাল সং বিভাগে অস্কার জিতলেন লেডি গাগা। তবে এ খবরের চেয়েও এবারের আসরে গাগা অন্য খবর নিয়ে আছেন আলোচনায়। গাগা ২০০ কোটি টাকার নেকলেস পরে গিয়েছিলেন অস্কারের রেড কার্পেটে। কালো অ্যালেক্সান্ডার ম্যাকুইন গাউন ও অড্রে হেপবার্নের হেয়ারস্টাইলে সেজেছিলেন লেডি গাগা।
১৯৬২ সালে অড্রে তাঁর ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ ছবির পোস্টারে দামি এই নেকলেসটি পরেছিলেন। টিফানি অ্যান্ড কোম্পানির আর্কাইভে অত্যন্ত মূল্যবান ও অনন্য নেকলেসের টিফানি হিরে। ১২৮ দশমিক ৫৪ ক্যারাটের হলুদ হিরের নেকলেস ইতিহাসে মাত্র দুজনই পরেছেন।
Array