admin
21st May 2025 4:07 pm | অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: গাজায় ইসরায়েলি তাণ্ডবে বুধবার আরও কমপক্ষে ২৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদিন ভোর থেকেই দক্ষিণাঞ্চলে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গুড়িয়ে দেয়া হচ্ছে খান ইউনিসের বাড়িঘর। শহরটির ২০টিরও বেশি বাড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে আইডিএফ।
এর আগে, মঙ্গলবার তেলআবিবের বর্বরতায় নিহত হন কমপক্ষে ৯৮ ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশ করতে না পারায় খাবার ও চিকিৎসার অভাবেও প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের।
জাতিসংঘের দাবি, ২ মার্চের পর, অপুষ্টি ও ওষুধের অভাবে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩২৬ জনের। এ পরিস্থিতিতে আগ্রাসনের পরিধি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।
Array