admin
15th Jul 2019 1:39 pm | অনলাইন সংস্করণ

গাজীপুরে কাভার্ডভ্যান এবং মিনি পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ সকাল সোয়া আটটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মাষ্টারবাড়ি ন্যাশনাল পার্কের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়- ন্যাশনাল পার্কের সামনে ময়মনসিংহগামী লেনে একটি কাভার্ডভ্যান পার্ক করা ছিল। ময়মনসিংহগামী একটি মিনি পিকআপ দাঁড়িয়ে থাকা ওই কাভারভ্যানের পেছনে ধাক্কা লাগায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পিকআপের সামনে থাকা অপর দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহত ৩ জনই পুরুষ।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের উদ্ধার করে শহীদতাজউদ্দীনআহমদমেডিকেল কলেজে ময়তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
Array