admin
14th Feb 2025 5:22 pm | অনলাইন সংস্করণ

স্টাফ রিপোর্ট :গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ। তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আযান অনুষ্ঠিত হয়। দেড়টায় খুৎবা শুরু হয়। এরপর ১টা ৫০মিনিটে সময় নামাজ শুরু হয়ে ১টা ৫৫মিনিটে শেষ হয়। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ।
ইজতেমার নিজামউদ্দিন অনুসারিদের দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর দেড়টায় খুতবা শুরু হয়। দুপুর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে ১টা ৫৫ মিনিটে নামাজ সম্পন্ন হয়। লক্ষাধিক মুসল্লি এ জুমার নামাজে অংশ নেন বলে দিনি দাবি করেন।
Array