admin
29th Dec 2018 2:36 pm | অনলাইন সংস্করণ

গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ প্রবল পিঠের ব্যথায় অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন তিনি ৷ গতকাল রাতে বাড়াবাড়ি হতেই তাঁকে চিকিৎসার জন্য ক্যালিফোর্নিয়ায় নিয়ে যাওয়া হয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি এখন ভাল আছেন বলেই জানা গিয়েছে ৷স্বাধীনতা যুদ্ধের সময় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, বিয়ের ৭২ বছর পর দেখা হল স্বামী-স্ত্রীর!২০০৯ সালে ‘লাক’ ছবির শুটিং করতে গিয়ে পিঠে আঘাত পান মিঠুন। তারপর থেকে সেই ব্যথা তাঁকে ভোগাচ্ছিল। তারপর প্রায়ই পিঠে ব্যথা হত অভিনেতার। ২০১৬ সালে পিঠে ব্যথা নিয়েই তিনি হাসপাতালে ভরতি হন। তারপর থেকে চিকিৎসকদের অধীনে চলে গিয়েছিলেন ৷ এবার আর কোনও ঝুঁকি নিতে চায়নি তাঁর পরিবার। মিঠুনকে নিয়ে লস অ্যাঞ্জেলসে রওনা দিয়েছে তারা। আপাতত লস অ্যাঞ্জলসে তাঁর সঙ্গে ছেলে ও বউমা রয়েছেন। তাঁরাই ৬৬ বছরের অভিনেতার দেখভাল করছেন।
Array