
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদকারীদের দিকে পুলিশ গুলি ছুড়েছিল কি না, তা নিয়ে বির্তক দেখা দিয়েছে।
রোববার ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন দক্ষিণপূর্ব দিল্লির বাসিন্দারা প্রতিবাদে নেমেছিল, তখন পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়।ওই সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশসহ শতাধিক শিক্ষার্থী আহত হন।
দিল্লির সরকারি সফদারজং হাসপাতালের মেডিকেল সুপার জামিয়ার দুই প্রতিবাদকারী গুলির জখম নিয়ে তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন।কিন্তু দিল্লি পুলিশের দাবি, প্রতিবাদকারীদের দিকে গুলি ছুড়েনি তারা।
আহত ওই দুই ছাত্র আশঙ্কামুক্ত অবস্থায় আছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। এদের মধ্যে একজন জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিএ-র শিক্ষার্থী ২২ বছর বয়সী আজাজ বলে নিশ্চিত হয়েছে এনডিটিভি। তিনি হাসপাতালটির এক জেনারেল ওয়ার্ডে ভর্তি আছেন।ওয়ার্ডে আসা দর্শনার্থীদের ওপর নজর রাখতে সেখানে দুই সদস্যকে মোতায়েন করেছে দিল্লি পুলিশ।
রোববার সন্ধ্যায় আজাজের বুকে গুলি লাগে বলে নিশ্চিত করেছে তার পরিবার। তবে ওই প্রতিবাদে তার কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছেন তারা।আজাজের জখম নিয়ে প্রথমে বিভিন্নরকম ব্যাখ্যা দিয়েছে পুলিশ। পরে দাবি করেছে, আজাজ কাঁদুনে গ্যাসের শেল থেকে ছিটকে যাওয়া টুকরোর আঘাতে জখম হয়েছেন।
Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.