admin
11th Apr 2021 11:07 pm | অনলাইন সংস্করণ

উইন্ডিজ ক্রিকেট তারকা ক্রিস গেইলের মিউজিক ভিডিও আজ প্রকাশিত হয়েছে। ভিডিওটি পাওয়ার পরপরই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভারতের জনপ্রিয় হিপ-হপ গায়ক এমিওয়ে বান্তাইয়ের সঙ্গে তার নতুন গান আজ ইউটিউবে প্রকাশ করা হয়।
জ্যামাইকা টু ইন্ডিয়া’ শীর্ষক গানে ক্রিস গেইল ও এমিওয়ে বান্তাইয়ের সঙ্গে মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন সুন্দরী বিকিনি পরা রমনী।
গেইল এবারের আইপিএলে কিংস এলিভেন পাঞ্জাবের হয়ে মাঠ কাঁপাবেন। তার আক্রমণাত্মক ব্যাটিং দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমিরা। এরমধ্যেই গান প্রকাশ করার খবর দিয়ে সবাইকে চলকে দিলেন এই হার্টথ্রব ব্যাটসম্যান।
https://www.youtube.com/watch?v=KMuCIWEb4ms
Array