
রাজধানীর পান্থপথে তিতাস গ্যাসলাইন লিকেজের মেরামত করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। রোববার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে দুজন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন, অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দগ্ধরা হলেন—আবদুল্লাহ (৫৫), আজিম (৪০), রুহুল আমিন (৪০) ও পথচারী জাফর (৩০)।
তিতাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন—গ্রিন রোডের পান্থপথে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এ খবর পেয়ে মেরামত টিমকে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আবদুল্লাহ আমাদের কর্মী। আজিম ও রুহুল আমিন দিনমজুর।
মির্জা রবিউল আরও বলেন, বিস্ফোরণের ঘটনাটি প্রকৃতপক্ষে কিসের বা কী কারণে ঘটেছে, তা এখনো জানা যায়নি। তিতাস গ্যাস লিকেজ, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
Array