admin
16th Jun 2021 11:38 pm | অনলাইন সংস্করণ

দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনা ভাইরাসের টিকা ‘বঙ্গভ্যাক্স’র হিউম্যান ট্রায়ালের জন্য র্তপূরণ সাপেক্ষে অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।
বুধবার বিএমআরসির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানা যায়।
এ বিষয়ে বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন বলেন, সরাসরি অনুমতি দেওয়া হয়েছে বলা যাবে না। তবে শর্ত দেওয়া হয়েছে। ভুল ত্রুটি ঠিক করলে আমরা অনুমতি দিয়ে দেব। শর্ত পূরণ করলে অনুমোদন দেওয়া হবে।
বিএমআরসির অনুমতি পেলে শিগগিরই মানুষের ওপর দেশীয় এই টিকার ট্রায়াল চালানো হবে। গত ১৭ জানুয়ারি টিকার ট্রায়ালের জন্য নৈতিক ছাড়পত্র পেতে আবেদন করা হয়।
Array