admin
03rd Jul 2020 1:56 pm | অনলাইন সংস্করণ

বাংলাদেশে আবিস্কৃত করোনা ভ্যাকসিন প্রাথমিক পর্যায়ে প্রাণী দেহে সফলভাবে প্রয়োগ করার দাবি করেছে গ্লোব বায়েটেক। বৃহস্পতি বার (২ জুলাই) দুপুরে তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে একথা জানায় প্রতিষ্ঠানটি।
গ্লোব বায়োটেকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আসিফ মাহমুদ জানান, ৮ মার্চ থেকে তারা এই পরীক্ষা শুরু করেন। কয়েক ধাপে পরীক্ষার পর আসে সফলতা। এখন প্রাণীদেহে নিয়মিত পরীক্ষা শুরু করবেন তারা। তারপর মানবদেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এক্ষেত্রেও সফলতার ব্যপারে আশাবাদী গ্লোব বায়োটেক।
বিশ্বের আরও কয়েকটি দেশের চেষ্টার মতো বাংলাদেশও করোনা ভ্যাকসিন আবিষ্কারে পিছিয়ে নেই বলে জানান প্রতিষ্ঠানটি শীর্ষ কর্তারা। সফল হলে আর সরকার অনুমোদন পেলে ৫০ থেকে ৭০ লাখ ভ্যাকসিন উৎপাদন করার সক্ষমতা আছে প্রতিষ্ঠানটির।
Array