admin
27th Dec 2019 1:02 pm | অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ঘন কুয়াশার কারণে বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের কানাইঘাট এলাকার বাসিন্দা ফয়জুল ইসলাম চৌধুরী (৬০) ও ময়মনসিংহ মেডিকেল কলেজের নার্স জিনাত খান (৪৫)।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে সুনামগঞ্জ থেকে একটি নাইট কোচ ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। পরে ঘন কুয়াশায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এছাড়াও ঘুমিয়ে থাকায় অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানে হয়েছে।
Array