admin
20th May 2019 12:32 pm | অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনসুর (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত মনসুর সিএমপির তালিকাভুক্ত ছিনতাইকারী। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।
চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনসুরকে গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ।
এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে মনসুরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের কাছে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
Array