
ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর-২০১৯ : চট্টগ্রাম-০৮ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলু। আজ বেলা ১২টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জনাকীর্ন সংবাদ সম্মেলনে অনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। এসময় জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। প্রার্থীতা ঘোষণা উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা মহাজোট হিসেবে নির্বাচন করেছি। পরবর্তী সকল নির্বাচনেও আমরা জোটগতভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছি। পরবর্তীতে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-০৩ আসন শুন্য হয়। রংপুর-০৩ আসনেও জাতীয় পার্টির প্রার্থী মহাজোট প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে জয়লাভ করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এজন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাঁর বক্তৃতায় আরো বলেন, চট্টগ্রাম -০৮ আসন মহাজোটগত ভাবে হবে কিনা তা আলাপ-আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে। আমরা আশাবাদী জাতীয় পার্টি প্রার্থী মহাজোট প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন জাতীয় পার্টির সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়াম সভায় চট্টগ্রাম-০৮ আসেনর উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলুর প্রার্থীতা নিশ্চিত হয়েছে। বলেন প্রেসিডিয়াম সভায় জাতীয় পার্টির পালামেন্টারী বোর্ড সদস্যরাও উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, এ্যাড. সালমা ইসলাম, মোঃ আজম খান, এটিইউ তাজ রহমান, লেঃ জেঃ মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইসচেয়ারম্যান জহিরুল আলম রুবেল, লিয়াকত হোসেন খোকা এমপি, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ-ই আজম, ফখরুল আহসান শাহজাদা, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদিন, কৃষ্টি বিষয়ক সম্পাদক হুমায়ুন খাঁন।
Array