
কলকাতা চলচ্চিত্র উৎসবে নিজের ছবির প্রচার করে সমালোচনার মুখে পড়েছেন শাহরুখ খান। গতকাল শনিবার উৎসবের প্রথম দিনে ‘জিরো’ ছবির ট্রেলার দেখানোর কারণে এই তারকাকে নিয়ে সমালোচনা শুরু হয়।
অনেক আগে থেকে পশ্চিম বঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত শাহরুখ। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁর আসন্ন ছবি ‘জিরো’র ট্রেলার দেখানোতে অবাক হয়েছেন অনেকে। শাহরুখকে এমন কাজ করার অনুমুতি দেওয়ায়, কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমালোচনার মুখে পড়েছেন। যদিও শাহরুখ নিজেই ট্রেলার দেখানোর সময় স্বীকার করেছেন যে, তিনি চলচ্চিত্র উৎসবের মঞ্চের অপব্যবহার করছেন।
আবার এটাও বলেছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছবি দেখেন না। তাই এই সুযোগ তিনি হাতছাড়া করতে চান না। এতে অনেক শাহরুখ ভক্ত উল্লাস করলেও, চলচ্চিত্র উৎসবের জন্য অপেক্ষায় থাকা দর্শকরা বেশ অবাক হয়েছেন।
‘জিরো’র ট্রেলার দেখানোর অনুমতি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। বিনয়ের সঙ্গে বলেছেন, দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে তাঁর কোনো ছবি উৎসবে জায়গা পাওয়ার মতো নয়। বহু চলচ্চিত্র উত্সবেই তিনি বছরের পর বছর হাজির হয়েছেন, সেখানে নেচেছেন, কথা বলেছেন। কিন্তু কোথাও তাঁর ছবি দেখানো হয়নি। কারণ, তাঁর ছবিগুলো হয়ত উত্সবে দেখানোর মতো নয়। তবে শাহরুখের আশা, আগামী ১০ বছরে হয়ত এমন এক সময় আসবে, যেখানে তাঁর ছবিও জায়গা পাবে কোনো উত্সবের মঞ্চে।
উল্লেখ্য, গতকাল ১০ নভেম্বর থেকে শুরু হওয়া কলকাতা চলচ্চিত্র উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। উৎসবে ৭০টি দেশের মোট ১৭১টি পূর্ণদৈর্ঘ্য ছবি এবং ১৫০টি স্বল্পদৈর্ঘ্য ছবি ঠাঁই পেয়েছে।
Array