• ঢাকা, বাংলাদেশ

চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ আসামির অভিযোগ শুনানি 

 admin 
03rd Jul 2025 4:35 pm  |  অনলাইন সংস্করণ

অনলাইন ডেস্ক:       জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের শুনানি শেষ। ১৪ জুলাই আদেশ দেবেন বিচারক।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কনস্টেবল সুজনসহ গ্রেফতার ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এরপর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

কথা বলেছেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে, ২৯ জুন ১ম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, ২০২৪ সালের ৫ আগষ্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আসা ছাত্র জনতার ওপর চানখারপুলে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে পুলিশ। সেসময় পুলিশের গুলিতে নবম শ্রেনীর শিক্ষার্থী আনাসসহ ৬ জন প্রাণ হারান।

ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ ৮ পুলিশ সদস্য মানবতাবিরোধী অপরাধের এই মামলার আসামি। গ্রেফতার আছেন শাহবাগ থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক আরশাদ, তিন পুলিশ কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল। বাকিরা পলাতক।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১