admin
16th May 2021 11:48 pm | অনলাইন সংস্করণ

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দেশেই টিকা উৎপাদন শুরু হচ্ছে চলতি মাস থেকে। দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টাকে চীনের সিনোফার্মের টিকা উৎপাদন করতে অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।
আজ রবিবার (১৬ মে) বিকেলে গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছে অধিদফতর।
অধিদফতরের মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, উৎপাদনে সক্ষমতা আছে এমন তিন চারটি কোম্পানি আমাদের কাছে আবেদন করেছিল। আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয় দেখে ইনসেপ্টাকে টিকা উৎপাদনের অনুমতি দিয়েছি। এ মাসেই তারা কাজ শুরু করবে।
এ ব্যাপারে সোমবার (১৭ মে) সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।
Array