admin
27th May 2021 11:42 pm | অনলাইন সংস্করণ

চীনের কোম্পানি সিনোফার্মা থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনছে সরকার।
আজ বৃহস্পতিবার সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার সাংবাদিকদের এ তথ্য জানান।
শাহিদা আক্তার বলেন, স্বাস্থ্য বিভাগ চীনের কোম্পানি সিনোফার্মা থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনবে। আগামী জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস ধরে টিকা দেশে আসবে।
তিনি বলেন, সিনোফার্মা প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা সরবরাহ করবে। প্রতি ডোজ টিকার দাম ১০ মার্কিন ডলার। এতে সরকারের মোট ১২৭ কোটি ৫০ লাখ টাকা লাগবে। সরকার থেকে সরকার পদ্ধতিতে এ টিকা কেনা হচ্ছে।
Array