admin
28th May 2020 7:23 pm | অনলাইন সংস্করণ

ঢাকা, বৃহস্পতিবার , ২৮ মে ২০২০ : সরকারি ছুটি না বাড়িয়ে লকডাউন শিথিল করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ বিবৃতিতে সরকারের প্রজ্ঞাপণ জারীতে সন্তোষ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা শুরু থেকেই লকডাউন শিথিল করতে সরকারের প্রতি অনুরোধ করে আসছিলাম। আমরা সব সময়ই বলেছি জীবনের সাথে জীবিকার কথাও ভাবতে হবে। হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া দেশের অর্থনীতির চাকা সচল রাখতেও সরকারের আজকের প্রজ্ঞাপণ সময়ের দাবি।
সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
Array