
পিয়া জান্নাতুল। মডেল, উপস্থাপক, অভিনেত্রী, আইনজীবী ও ব্যবসায়ী সব ছাপিয়ে তার নামের সঙ্গে নতুন একটি পরিচয় যুক্ত হলো। রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। মা আর বাচ্চা সুস্থ আছে বলে জানান পিয়া জান্নাতুলের স্বামী ফারুক হাসান সামীর।
ফারুক হাসান সামীর বলেন, পিয়ার মা হওয়ার সম্ভাব্য তারিখ ছিল ২২ ফেব্রুয়ারি। তার আগেই আজ সিজারের মাধ্যমে জন্ম নিলো প্রথম সন্তান।
২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ হয়েছিলেন পিয়া। কলেজে পড়ার সময়ই বড় বড় সব ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল তার। শেষ পর্যন্ত হয়েছেনও। ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।
এছাড়া ২০১৩ সালে ইন্ডানিয়ানা প্রিন্সেস মুম্বাইতে সেরা সুন্দরীর মুকুট ওঠে তার মাথায়। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত ‘ভোগ’ সাময়িকীর (ভারত সংস্করণ) প্রচ্ছদের মডেল হয়েছেন তিনি।
Array