
অদ্যই ১৭-০৪-২০২০ইং তারিখে, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাবঃ ইব্রাহীম খাঁন জুয়েল এবং সাধারণ সম্পাদক জনাবঃ আল মামুন, মুঠোফোন বার্তায়, “দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করেন। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে সাবধানে থাকার এবং সরকারি বিধিনিষেধ মেনে চলার আহবান জানান। সেই সাথে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, জনাবঃ জি.এম. কাদের এর নির্দেশনাবলী সকলকে মেনে চলতে বিশেষ অনুরোধ করেন। তারা আরও বলেন,দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয় ছাত্র সমাজ ভূয়সী প্রশংসনীয় কাজ করে যাচ্ছে জনকল্যাণ স্বার্থে। সেই সাথে তারা সকলের কাছে দু’য়া প্রার্থনা করে দেশবাসীর জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করেন। “তারা দুজনেই পৃথক পৃথক ফোনালাপে এসব বলেছেন।
প্রচারেঃ-
মোঃতাহমিদ-উল হক (প্রতীক)।
যুগ্ম-শিক্ষা বিষয়ক সম্পাদক।
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।