
ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ইং: ২৭ মার্চ জাতীয় ছাত্র সমাজের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ মানুষদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
দেশে করোনাভাইরাসের ভয়াবহতার কারনে সংগঠনটির যাবতীয় কর্মসূচি স্থগিত করে খেটে খাওয়া দূস্থ মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দ্যোগ নিয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ খাদ্যদ্রব্য বিতরণ করেন।
শুক্রবার (২৭ মার্চ) সংগঠনের সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েলের নেতৃত্বে রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে তেজগাঁ, মহাখালী, রামপুরা, কমলাপুর, যাত্রাবাড়ী, গ্রিন রোড়, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে খেটে খাওয়া দুস্থ মানুষদের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, ডেটল সাবান, আলু, পিয়াজ, ও মশার কয়েল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান রিপন, সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সহ-সভাপতি শাহরিয়ার রাসেল, দপ্তর সম্পাদক রুহুল আমিন গাজী বিপ্লব, কেন্দ্রীয় সদস্য মানিক খান প্রমূখ।
Array