
ঢাকা, শনিবার ১১ জুন- ২০২২ইং : সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু বলেন, জাতীয় ছাত্র সমাজ দেশ মাতৃকার স্বার্থে ঝান্ডা উচু করে ধরবে। জাতীয় ছাত্র সমাজ জাতীয় পার্টির মেরুদন্ড। আগামী নির্বাচনে জয়ী হওয়ার প্রধান ভূমিকা রাখবে জাতীয় ছাত্র সমাজ। তিনি আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র হাত কে শক্তিশালী করতে হলে প্রত্যেকটি জেলা ও উপজেলায় শক্তিশালী ছাত্র সংগঠন তৈরী করতে হবে। রক্তপাত মুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠায় কাজ করতে হবে জাতীয় ছাত্রসমাজ-কে। ছাত্রলীগ-ছাত্রদল, যে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের আতংকিত করেছে তা থেকে বেরিয়ে আসতে এবং সাধারন ছাত্রদের অধিকার আদায়ের জন্য জাতীয় ছাত্র সমাজ-এর সর্বদা কাজ করতে হবে। কোনো মায়ের কোল খালি হোক তা আমরা চায় না।
আজ শনিবার বেলা ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম খান জুয়েলের সভাতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কুরআন তেলোয়াত ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, ও জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার মাধ্যমে জাতীয় ছাত্র সমাজ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আরো বক্তব্য রাখেন – জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ছাত্র সমাজ-কে জেলা-উপজেলা, মহানগরকে অগ্রণী ভুমিকায় অবতীর্ণ হতে হবে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে পাহাড়ায় জাতীয় ছাত্র সমাজ-এর নেতাকর্মীকে ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দীপু বলেন, পল্লীবন্ধু তাঁর শাসনামলে ছাত্র রাজনীতি ক্যাম্পাস ভিত্তিক চেয়েছিলেন বলেই ডাকসু নির্বাচন দিয়েছিলেন। তাই আগামীর ছাত্র রাজনীতি হোক ক্যাম্পাস কেন্দ্রিক শিক্ষার্থীদের অধিকার আদায়ের ভবিষ্যতের দেশ গড়ার কারিগর। তথা রাষ্ট্র মেরামতের কারিগর তৈরির।
জাতীয় ছাত্র সমাজ-এর সভাপতি মোঃ ইব্রাহিম খান জুয়েল বলেন, আগামী দিনে ছাত্র সংগঠনগুলোকে আরো যোগাযোগ স্থাপন করে সকলের মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে। তবেই দেশের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ছাত্র নেতারা কাজে আসবে।
জাতীয় ছাত্র সমাজ-এর সাধারণ সম্পাদক মোঃ আল মামুন বলেন, আগামী দিনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে জিএম কাদের এর নেতৃত্বে জাতীয় সমাজ কে আরো এগিয়ে নিতে হবে। রক্তপাতমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে। ছাত্রলীগ-ছাত্রদল যে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের আতংকিত করছে সেই অধ্যায় থেকে বেরিয়ে আসতে হবে। আজ অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আতংকিত থাকে। কোনো মায়ের কোল খালি হোক আমরা চায় না। সুস্থ্য ধারার রাজনীতি চালু করতে সারা দেশে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে।
সিনিয়র সহ সভাপতি শাহ ইমরান রিপন, সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার, মোঃ ফয়সল রানা, সুলতান মাহমুদ, এরশাদুল হক সিদ্দিকী, মোঃ জামাল হোসেন, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম চৌধুরী অর্ণব, জিয়াউর রহমান জয়, মোঃ শরীফ উদ্দিন, শাহাদাত হোসেন রুপু, মনিরুল ইসলাম, শাহরিয়ার রাসেল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক নকিবুল হাসান নিলয়, আল আমিন সরকার, লক্ষ্মণ বিশ্বাস, মোঃ ইমরান শেখ, গাজী মোঃ আক্তার হোসেন, জুবায়ের আহমেদ, যুবায়েদ হোসেন, মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম সবুজ, সহ সাধারণ সম্পাদক ইমতিয়াজ আজিজ ড্যানি, সাইদুর রহমান মোড়ল, ইব্রাহিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, বিপ্লব চন্দ্র দেব, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ, দফতর সম্পাদক রুহুল আমিন গাজী, প্রচার সম্পাদক মোঃ আতাউল্লাহ আরিফ, আইন বিষয়ক সম্পাদক মাহমুদ তপু, সাহিত্য বিষয়ক সম্পাদক অয়ন মাহমুদ, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম ত্রাণ সম্পাদক আবু সাঈম মোক্তার, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাাদক তাহমিদ উল আলম প্রতীক, জলবায়ু পরিবর্তন সম্পাদক আহসান হাবিব, পল্লীবন্ধু গবেষণা সম্পাদক শামীম ইশতিয়াক জেম, যুগ্ম পল্লীবন্ধু বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ খান, পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ আর্শিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন মান্না, দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আলমগীর হোসেন জুলফিকার, ধর্মবিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, হাফিজুর যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন রাজু, যুগ্ম সমাজ কল্যাণ সালমান হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ সুলতান সুজন, যুগ্ম পাঠচক্র বিষয়ক সম্পাদক মোসলেম মিয়াজী, যুগ্ম বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পাদক রেজওয়ানুল হক, যুগ্ম দফতর সম্পাদক ফকির আল মামুন, যুগ্ম প্রাদেশিক ইলিয়াস আলী, সদস্য খন্দকার রাসেল মাহমুদ, আকিবুল হক রাজু, মোঃ মাসুম রানা, মোঃ আব্দুর রহমান, জাকিরুল ইসলাম, ইউনুস রানা, মোঃ নাজিম, বাদশাহ আব্দুল্লাহ, জাহিদুল ইসলাম, মাঈন মাসুদ, শাকিল ইসলাম, নিহাল হোসেন, রক্সি খান, হাওলাদার মোঃ জাহিদ, মোঃ নাঈম, গিয়াস উদ্দিন, মামুনুর রশিদ, সামিউল সোহাগ, আনোয়র হোসেন, মানিক খান, শেখ আফরোজ আলী, তুহিন আরাফাত, আবু সাঈদ লিয়ন, এসএম আবেদ আলী, আবির হোসেন, রায়হান, আব্দুর রহিম মোন্না, হোসাইন আহমেদ, বাবলু হোসেন টিটু, ইদ্রিস আলী, রুবেল সিকদার, ফিরোজ মাহমুদ, জনি আহমেদ রাজু, আশরাফ উল্লাহ, ইমাম হোসেন জুয়েল, গোলাম কিবরিয়া জনি, নয়ন সর্দার, রবিউল আওয়াল, লিমন মোল্লা, মোঃ শাহিদ, সহিদুল ইসলাম শাকিল, সাধু জীবন, হাবিুবুল্লাহ হাবিব।
Array