
ঢাকা- ২৭ মার্চ, রবিবার, ২০২২ইং: জাতীয় ছাত্র সমাজের আজ ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ছাত্র সমাজ দিনটি উৎযাপন করেছে। বিকাল ৩:০০ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু করে জাতীয় ছাত্র সমাজ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্র নেতৃবৃন্দ। পরবর্তিতে আন্দন ঘন পরিবেশে কেক কাটা হয়। এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সমুহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মোঃ সাহিদুর রহমান টেপা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন।
জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খাঁন জুয়েলের সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, এড. আব্দুল হামিদ খাঁন ভাষানী, সাংগঠনিক সম্পাদক ইফতেকার আহসান হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন।
দফতর সম্পাদক সুলতান মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্র বিষয়ক সম্পাদক জামাল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন দেওয়ান, এম এ সোবহান, আজহারুল ইসলাম সরকার, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম , সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মনিরুজ্জামান টিটু, মুহিত হাওলাদার, ইঞ্জি: খরশেদ আলম সহ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর/দক্ষিণ, সম্মেলিত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।
সভা শেষে জাতীয় ছাত্র সমাজের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কাকরাইল, মগবাজার, হাতিরঝিল হয়ে মৎস্য ভবন, দোয়েল চত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি অতিক্রম করে শাহবাগে গিয়ে শেষ হয়।
Array