
ঢাকা, বুধবার, ০১ জানুয়ারী, ২০২০ :
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টিকে দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই দেশবাসী এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তাই জাতীয় পার্টিকে আরো ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হতে হবে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক শক্তি। এ কারনে, জাতীয় পার্টি যে দিকে যায়, দেশের রাজনীতিও সেদিকেই যায়।
আজ বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়, কাকরাইল চত্বরে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার বক্তব্যে আরো বলেন, জাতীয় পার্টি দেশ ও দেশের মানুষের স্বার্থে কর্মসূচি দিয়ে দেশবাসীর আস্থা অর্জন করবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের দায়ীত্ব নিতে জাতীয় পার্টিকে উপযুক্ত শক্তি অর্জন করতে হবে। শৃঙ্খলা ও ঐক্য থাকতে হবে সবার সবার মাঝে। নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখতে হবে যে কোন মূল্যে। তিনি বলেন, অনেকেই বলেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে জাতীয় পার্টি টুকরো-টুকরো হবে। তিনি বলেন, জাতীয় পার্টির দেশপ্রেম আছে, সর্বোপরি মানুষের ভালোবাসা আছে বলেই, জাতীয় পার্টিতে নব-জাগরণ সৃষ্টি হয়েছে। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণের সম্ভাবনাও আছে জাতীয় পার্টির। এখন প্রমান হয়েছে জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু নয়, জাতীয় পার্টি দেশের বর্ধিষ্ণু রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশে গণতন্ত্র পূনঃস্থাপনের জন্যই জাতীয় পার্টির জন্ম। এছাড়া পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর দর্শন, রাজনৈতিক চিন্তাধারা এবং উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি যতোদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন শান্তি ও সম্বৃদ্ধির রাজনীতি করছে। বেশিরভাগ সময় বিরোধী দলে থেকে জাতীয় পার্টি গণতন্ত্র ও দেশের স্বার্থে কাজ করেছে। বলেন, পল্লীবন্ধু এরশাদের নির্দেশিত পথেই জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতি করবে। তিনি বলেন, সম্মিলিত ভাবে জাতীয় পার্টির উপরে আঘাত এসেছে বারবার, জাতীয় পার্টিকে নিঃশ্চিহ্ন করতে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু জাতীয় পার্টি দূর্বল কোন দল নয়, তাই সকল আঘাতের পরেও জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে এখনো অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে।
প্রধান বক্তা হিসেবে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, জাতীয় পার্টি এখন অনেক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই। আমরা আবার নতুন করে দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করছি। তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি দেশের মানুষের আস্থা অর্জন করে রাষ্ট্র ক্ষমতায় গ্রহণ করতে পারবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এ্যাড. সালমা ইসলাম এমপি, এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভুইয়া (চট্টগ্রাম বিভাগ), লিয়াকত হোসেন খোকা এমপি (ঢাকা বিভাগ), ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, ঢাকা মহানগর দঃ দফতর সম্পাদক মাহবুবুর রহমান খসরু, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় মহাসচিব গোলাম কিবরিয়া টিপু এমপি (বরিশাল বিভাগ), সাহিদুর রহমান টেপা (খুলনা বিভাগ), এটিইউ তাজ রহমান (সিলেট বিভাগ), জাতীয় পার্টির নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ মোঃ আব্দুল মান্নান, নুর ই হাসনা লিলি চৌধুরী, নাসরিন জাহান রতনা এমপি, নাজমা আক্তার এমপি, সাইফুদ্দিন আহমেদ মিলন, মোঃ সফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, রওশন আরা মান্নান এমপি, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, মোঃ আরিফুর রহমান খান, নুরুল ইসলাম নুরু, এমএ তালহা, মোস্তাকুর রহমান মোস্তাক, সরদার শাহজাহান, হেনা খান, মোস্তফা আল মাহমুদ, গোলাম মোহাম্মদ রাজু, শেখ আলমগীর হোসেন, মনিুরুল ইসলাম মিলন, খোরশেদ আলম খুশু, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান প্রমুখ।
Array