
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ-২০২০ : জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, জাতীয় পার্টিতে দুইয়ের অধিক পদে থাকবেন না কোন নেতা। তবে, প্রয়োজনে পার্টির চেয়ারম্যান কাউকে অতিরিক্ত পদে দায়িত্ব দিতে পারবেন। তিনি বলেন, ২০ মার্চ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষ্যে সারাদেশের সকল কমিটির উদ্যোগে দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সুবিধামত সময়ে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করবে জাতীয় পার্টি। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এখনই এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া যাচ্ছেনা।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে পার্টির প্রেসিডিয়াম সদস্য, কো-চেয়ারম্যান ও সংসদ সদস্যদের সাথে যৌথ সভা শেষে পার্টি মহাসচিব গণমাধ্যমকে ব্রিফ করেন।
এসময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সরকারের কাছে দাবি জানান, করোনা ভাইরাস সংক্রমিতদের যেন সরকারীভাবেই যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান দলের চিকিৎসক ও এবং নেতা-কর্মীদের সাথে একটি বৈঠক করেছেন। জাতীয় পার্টির পক্ষ থেকে সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার প্রস্তুতি আছে বলেও জানান মসিউর রহমান রাঙ্গাঁ।
তিনি বলেন, ৫টি উপনির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে। নির্বাচন পরিচালনার জন্য ৫টি কমিটি করে দেয়া হয়েছে। তারা নির্বাচন পরিচালনার পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ রক্ষা করবে। জাতীয় পার্টি সকল নির্বাচনেই অংশ নেবে এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আশা করছে। তিনি বলেন, আগামীতে তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এজন্য স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ইউনিট কমিটি বাদ দিয়ে নতুন করে সম্মেলনের মাধ্যমে আরো শক্তিশালী করা হবে জাতীয় পার্টি। কেন্দ্রীয় কমিটি থেকে যারা বাদ পড়েছেন, তাদের পার্টিতে অন্তর্ভূক্ত করতেই দুইয়ের অধিক কোন কমিটিতে থাকতে পারবেন না কেউই।
এর আগে বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তৃতা করেছেন- সিনিয়র কো-চেয়ারম্যান-আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান- জিয়া উদ্দিন আহমেদ বাবলু, এ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি, এ্যাড. সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য- আলহাজ্ব সাহিদুর রহমান টেপা, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মিঃ সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মোঃ আজম খান, সোলায়মান আলম শেঠ, আব্দুর রশীদ সরকার, আলহাজ্ব সফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, মোঃ মিজানুর রহমান, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, নাসির উদ্দিন মাহমুদ, মোঃ জহিরুল ইসলাম, আদেলুর রহমান আদেল এমপি, অধ্যাক্ষ রওশন আরা মান্নান এমপি।
Array