
ঢাকা, ১৫ জুন, রবিবার, ২০২০ইং:
নিজ দল নিয়ে আমার ভাবনা থেকে লেখা।
বাংলাদেশের রাজনীতিতে যে কয়টা রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে আমার দেখা সেরা দল জাতীয় পার্টি। কেননা এই দলটিই এ দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বাস্তবিক অর্থে ভাবে, এই দলের নেতা কর্মীরা অত্যন্ত শান্তি প্রিয়, দুর্নীতির সাথে আপোষ করে না, খুন ধর্ষণ লুটপাটের সাথে জড়িত না। সঙ্গত কারণেই অপরাপর রাজনৈতিক দল গুলো এই দলটিকে নিয়ে, দলের নেতৃত্ব নিয়ে কালিমা লেপন করতে সব সময়ই ব্যস্ত আছে বা থাকছে। এই দলের নেতা কর্মীরা এতোটাই ভদ্র যে তাদের নিজ দলের প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান যখন অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তখন অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ দেখতে যান নি এমন কি মারা যাবার পরও শেষ শ্রদ্ধা নিবেদন করতে আসেন নাই অথচ দেশের সংকট মুহুর্তে এই মানুষটি যথাযথ ভূমিকা রেখে সংকটের হাত থেকে দেশকে বাঁচিয়েছেন। তারা বরং নানা রকম ভৎসনা করেছেন। তারপরও এই দলের নেতা কর্মীরা অন্য যে কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা মারা গেলে গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।মৃত কোন রাজনৈতিক প্রতিপক্ষকে দেখতে যান। যার যার জায়গা থেকে শোক প্রকাশ করেন কোনো রকম কটূক্তি করেন না।
তাই বলতে চাই পরিচ্ছন্ন রাজনীতি করতে চাইলে আপনি অবশ্যই পল্লীবন্ধুর আদর্শের দল জাতীয় পার্টির পতাকা তলে আসুন ।
অন্য কোন রাজনৈতিক দলের কারো মৃত্যুতে শোক প্রকাশ করা বা দেখতে যাওয়ার মধ্যে কোনো রাজনীতি জাতীয় পার্টি খোঁজে না কেননা মানুষ মারা গেলে তার সাথে আর কোনো দ্বন্দ্ব থাকে না।বিশ্ব মহামারীর এই মুহূর্তে হিংসা বিদ্বেষে ভরা নেতৃবৃন্দরা সংশোধন হবেন এই প্রত্যাশা করি।
জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের একজন কর্মী হয়ে আমি গর্বিত।
লেখক
মোঃ রুহুল আমিন গাজী বিপ্লব
দপ্তর সম্পাদক
জাতীয় ছাত্র সমাজ,কেন্দ্রীয় নির্বাহী কমিটি