
ঢাকা- ২৩ আগস্ট, সোমবার, ২০২১ইং:
আজ সোমবার বাদ মাগরিব জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি‘র রোগমুক্তি কামনায় জাতীয় যুব সংহতি‘র উদ্যোগে এক দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়। দো‘আ মাহফিলে অংশগ্রহণ করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এড. মো: রেজাউল ইসলাম ভুইয়া, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম ও জহিরুল আলম রুবেল।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতি‘র আহ্বায়ক এইচ.এম শাহরিয়ার আসিফ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন এর সঞ্চালনায় উক্ত দো’আ মাহফিলে অংশগ্রহণ করেন- ১নং যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম-মহাসচিব মো: বেলাল হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এমএ সোবহান, জাতীয় যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক মো: হেলাল উদ্দিন, শেখ সারোয়ার হোসেন, মো: দ্বীন ইসলাম শেখ, মো: শফিকুল ইসলাম দুলাল, মো: নেওয়াজ আলী ভুইয়া, জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, জাপা কেন্দ্রীয় নেতা- মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, আবু নাসের বাদল, এড. নাছিম উদ্দিন বায়েজিদ, আবুল কালাম আজাদ টুলু, রমজান আলী ভুইয়া, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা জহিরুল ইসলাম রেজা, জাতীয় তরুন পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান।
দো‘আ মাহফিল পরিচালনা করেন – জাতীয় পার্টির যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইছারুহুল্লা আসিফ। এসময় আরও উপস্থিত ছিলেন- যুবনেতা- জিয়াউর রহমান বিপুল, ওমর আলী খান মান্নান, এড. মো: মাইনুদ্দিন মাঈনু, শাহীন আলীম, মো: নজরুল ইসলাম, শেখ মো: আবু ওয়াহাব, মো: আরিফুল ইসলাম রুবেল, মো: ফরিদ আলম, রফিকুল ইসলাম প্রধান দেলোয়ার হোসেন রিপন, মো: শফিকুল আজম মুকুল, আলমগীর হোসেন, হাবিবুল্লাহ বাবু, মাইনুল ইসলাম, আব্দুস সালাম হাওলাদার, সালাউদ্দিন বাচ্চু, নজরুল ইসলাম বাবর, ইউসুফ লস্কর,সাইফুল ইসলাম বাদল, শাহ্ আনোয়ারুল অনু, মো: ওমর ফারুক, নিঝুম পাটোয়ারী, সৌরভ, তানিম, মানিক, মিরাজ প্রমুখ ।
Array