admin
20th Jul 2021 8:43 am | অনলাইন সংস্করণ

Array
জাতীয় পার্টির ২০২০ পঞ্জিকা বর্ষের আর্থিক লেনদেনের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া ও যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে জাতীয় পার্টির ২০২০ পঞ্জিকা বর্ষের আর্থিক লেনদেনের অডিট রিপোর্ট জমা প্রদান করেছেন।২০২০ পঞ্জিকা বর্ষে জাতীয় পার্টির মোট আয়- ১২,৭৭২,৮৭৭.৫৪ ( এক কোটি সাতাশ লক্ষ বাহাত্তর হাজার আটশত সাতাত্তর টাকা চুয়ান্ন পয়সা)মোট ব্যয়- ৭,৬০৪,১২০.০০ (ছিয়াত্তর লক্ষ চার হাজার একশত বিশ টাকা)মোট উদ্বৃত্ত – ৫,১৬৮,৭৫৭.৫৪ ( একান্ন লক্ষ আটষট্টি হাজার সাতশত সাতান্ন টাকা চুয়ান্ন পয়সা)