
ঢাকা, বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯ঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, কেউ নিজেকে রাজা ঘোষনা করেলই রাজা হয়ে যায়না। রাজা হতে হলে রাজ্য থাকতে হয়, প্রজা থাকতে হয়। তাই কে কি ঘোষনা করেছে তাতে জাতীয় পার্টির কিছু যায় আসেনা। তিনি বলেন, যারা শৃংখলা বিরোধী কার্মকান্ডে জড়িত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবেই ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বিশাল আকাশ থেকে কত তারা ঝড়ে পড়ে তাতে আকাশের কি এসে যায়। তিনি দৃঢ় ভাবে বলেন জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। ঐক্যের প্রশ্নে জাতীয় পার্টির কোন সমস্যা হবেনা।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, গঠনতন্ত্রেণ ২০/১/ক ধারা মোতাবেক পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর আগে সাংগঠনিক নির্দেশে তাঁর অবর্তমানে জাতীয় পার্টির নেতৃত্ব নির্ধারণ করেছেন। গণমাধ্যম কর্মীদের সামনেই তিনি বলেছেন তাঁর অবর্তমানে আমাকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষনা করেছেন। আবার পল্লীবন্ধুর মৃত্যুর পরে প্রথম প্রেসিডিয়াম সদস্যদের সভায় উপস্থিত সদস্যরা জাতীয় পার্টি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী সংসদের বিরোধী দলের নেতা নির্বাচনের জন্য ১৫ সংসদ সদস্য তাদের মতামত দিয়েছেন। যার ভিত্তিতেই স্পিকারকে চিঠি দেয়া হয়েছে। পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং স্পিকারকে চিঠি দেয়া মতামতের ভিত্তিতে ভিত্তিতেই করা হয়েছে। এতে গঠনতন্ত্র বা আইনের কোন ব্যাত্যয় ঘটেনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা পার্টির মূলধারার সাথেই আছেন। তিনি একটি জরুরী সভায় যোগ দেয়ার কারনে আসতে পারেননি। বলেন, মসিউর রহমান রাঙ্গা আমাদের সাথেই আছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি-এর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সুনীলশুভ রায়, লেঃ জেঃ মাসুদউদ্দিন চেীধুরী এমপি, মোস্তাফিজার রহমান মোস্থফা, এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশিদ, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, নাজমা আক্তার এমপি, উপদেষ্টা মেজর (অবঃ) আশরাফউদ দৌলা, মাহমুদুর রহমান মাহমুদ, ভাইস চেয়ারম্যান সরদার শাহজাহান, আহসান আদেলুর রহমান এমপি, মোস্তাকুর রহমান, মস্তফা আল মাহমুদ, নুরুল ইসলাম তালুকদার এমপি, যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়, সুলতান আহমেদ সেলিম, শফিউল্লাহ শফি, আমির উদ্দিন আহম্মেদ ডালু, সম্পাদক মন্ডলীর সদস্য শেখ মাতলুব হোসেন লিয়ন, আবদুল হামিদ ভাষানী, নির্মল দাস, মোঃ হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, খোরশেদ আলম খুশু, আনিসুর রহমান খোকন, এম এ রাজ্জাক খান, সুজন দে, মঞ্জুরুল হক, ইফতেকার আহসান হাসান, মিজানুর রহমান মিরু, আলাউদ্দিন মৃধা, এম এ সাত্তার, মিজানুর রহমান, শাহদাৎ কবির চৌধুরী, আব্দুর রাজ্জাক, নিজামউদ্দিন সরকার, কেন্দ্রীয় নেতা এনাম জয়নাল আবেদিন, নেয়াজ আলী ভূয়া, এ্যাডভোকেট বায়েজীদ, ফজলে এলাহী সোহাগ, ফারুক শেঠ, দীন ইসলাম শেখ, ঝোটন দত্ত, শফিকুল ইসলাম দুলাল, আনোয়ার হোসেন তোতা, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, ছাত্র নেতা মোঃ জামাল উদ্দিন, মোঃ ইব্রাহীম খান জুয়েল, শাহ ইমরান রিপন, আনিনুল হক মোল্লা ,নাজুমুল, যুবায়েল ,ইউসুফ, সুমন ,পরশ ,রকি , আবদুস ছালাম লিটন।