
ঢাকা- ০৯ এপ্রিল ,শুক্রবার-২০২১: জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ও সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মুক্তি আন্দোলনের অকুতোভয় সৈনিক মোঃ হাবিবুর রহমান (৬০) ওরফে ব্যানার হাবিব-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
তিনি আজ এক শোক বার্তায় প্রয়াত হাবিবের জাতীয় পার্টি ও পল্লীবন্ধু এরশাদ এর প্রতি একনিষ্ঠ ভালোবাসা এবং পার্টিতে অসামান্য অবদানের কথা স্মরণ করে তার বিদেহী রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুম হাবিব আজ সকাল ০৮ঃ০০ টায় ঢাকা যাত্রাবাড়ী সূতিখালপার এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্ৰাহী রেখে গেছেন।
আজ বাদ আসর যাত্রাবাড়ি এলাকার ধলপুর জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
মোঃ হাবিবুর রহমান ওরফে ব্যানার হাবিব-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
পৃথক এক শোকবার্তায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল মরহুম হাবিব এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পৃথক আরো এক শোকবার্তায় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ছাত্রনেতা মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল মরহুম হাবিব ভাই এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ছাত্রনেতা ইব্রাহীম খাঁন জুয়েল আরো বলেন। আমার রাজনীতির শুরুর সময় এই হাবিব ভাইয়ের সাথে রাজপথে অনেক মিছিল করেছি। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
Array