
ঢাকা, ০৪ঠা, আগষ্ট, মঙ্গলবার, ২০২০ইং: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে গণমানুষের আস্থা ও ভালোবাসার রাজনৈতিক শক্তি। তিনি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে এক বুক প্রত্যাশা নিয়ে। দেশের মানুষের বিশ্বাস জাতীয় পার্টিই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে নতুন বাংলাদেশ গড়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু-কে ফুল দিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় পার্টি চেয়ারম্যান নেতা-কর্মীদের জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার আহবান জানিয়ে বক্তৃতা করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, প্রচার সম্পাদক মসুদুর রহমান মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম কোষাধ্যক্ষ এডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, সমবেশ মন্ডল মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য শহিদ হোসেন সেন্টু, শাহজাহান কবির।
Array