admin
10th Feb 2022 6:39 pm | অনলাইন সংস্করণ

ঢাকা-১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২২ : জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমান কমিটি বাতিল করে পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি সুপারিশে এডভোকেট সালমা ইসলাম এমপিকে আহ্বায়ক এবং নাজমা আক্তার এমপি, হেনা খান পন্নী ও নাজনীন সুলতানাকে যুগ্ম আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
উল্লেখ থাকে যে সম্মেলন প্রস্তুতি কমিটি আগামী ৭ দিনের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির তালিকা কেন্দ্রীয় দফতরে জমা দেবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জেলা ও মহানগর কমিটিসমূহের সম্মেলন সম্পন্ন করে কেন্দ্রীয় সম্মেলন করার শর্তে উক্ত কমিটি জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি অনুমোদন করেছেন।
Array