admin
18th Feb 2020 2:17 pm | অনলাইন সংস্করণ

জার্মানিতে চরমপন্থী গোষ্ঠী মসজিদগুলোতে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে সে দেশের সরকার। সোমবার এ ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে আটক করার কথা জানানো হয়েছে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একটি দলের এমন সন্ত্রাসী সেল থাকার ঘটনা সত্যিই বিস্ময়ের। বর্তমান পরিস্থিতিতে মসজিদে কোনো হামলার ঘটনার শঙ্কা একেবারেই উড়িয়ে দেয়া যায় না।
এ ঘটনায় আঙ্গেলা মেরকেলের মুখপাত্র স্টেফান সাইবার্ট বলেন, স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রক্ষা করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। এজন্য কারো ধর্ম আলাদা নজরে দেখার দরকার নেই।
জানা গেছে, ১২ জনকেই গত শুক্রবার বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তদন্ত চলা অবস্থায় তাদের জেলে রাখার নির্দেশ দিয়েছে জার্মানির ফেডারেল কোর্ট অব জাস্টিস।
Array