admin
26th Jul 2020 4:29 pm | অনলাইন সংস্করণ

ঢাকা, রবিবার, ২৬ জুলাই-২০২০:
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এম পি আজ এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে পার্টির মহাসচিব হিসাবে নিয়োগ প্রদান করেছেন।
উল্লেখ্য যে, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু মহাসচিব হিসাবে মশিউর রহমান রাঙ্গা এমপি’র স্থলাভিষিক্ত হবেন।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অদ্য ২৬ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে।
মাহমুদ আলম
যুগ্ম-দফতর সম্পাদক
জাতীয় পার্টি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মোবাইল:- ০১৯১১ ৪৪৪৮৮৭
মেইল: mahmudalam2003@gmail.com