admin
19th Feb 2025 8:08 pm | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের সব অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন ট্রাম্প।
গত চার বছরে বিচার বিভাগে যে পরিমাণ রাজনীতিকরণ হয়েছে তা আগে কখনও হয়নি এমন অভিযোগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ কারণেই সেসময় নিয়োগ পাওয়া অ্যাটর্নিদের বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরইমধ্যে বিচার বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
Array