admin
17th May 2021 11:00 pm | অনলাইন সংস্করণ

করোনার ভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করেই বাংলাদেশে আসতে চান অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সঙ্গে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। গত এক দশকে সীমিত ওভারের ফরম্যাটে এটিই হবে অজি ক্রিকেট দলের প্রথম বাংলাদেশ সফর।
সোমবার নিজেদের উইন্ডিজ সফরের ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলছে আলাপ, উদ্দেশ্য ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির’ সিরিজটির সূচি চূড়ান্তকরণ।
তবে এ সফরের আগেই করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আশায় আছে অস্ট্রেলিয়া ক্রিকেট। বোর্ডের কর্মকর্তা বেন অলিভারের কথা, ‘আমরা আশা করি উইন্ডিজ সফরের আগেই সফরকারী দলের সবাই টিকার আওতায় আসবেন। সফরের সঙ্গে সম্পৃক্ত লোকজনকে টিকাদানের বিষয়ে এখন স্থানীয় সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি আমরা।’ তবে কোনো কারণে যদি ভ্যাকসিন না মেলে, সে পরিস্থিতির জন্যও নিজেদের পরিকল্পনা প্রস্তুত রেখেছে অজি ক্রিকেট।
অলিভার আরও জানিয়েছেন, বিসিবির সঙ্গে বাংলাদেশ সফর নিয়ে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। এই সফরটিই হবে শেষ দশ বছরে সীমিত ওভারের ক্রিকেটে দলটির প্রথম বাংলাদেশ সফর।
তবে এই সফরের জন্য কিছুটা ক্ষতির মুখে পড়তে হতে পারে অজি সাত ক্রিকেটারকে। গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা, ডার্সি শর্ট, ও জাই রিচার্ডসন আছেন দ্য হান্ড্রেডের উদ্বোধনী আসরে।
বাংলাদেশ সফরের সূচি যদি ২৪ জুলাই উইন্ডিজ সফর শেষ হওয়ার পরই ফেলা হয়, সেক্ষেত্রে এই সাতজনের খেলার সম্ভাবনাই নেই টুর্নামেন্টটিতে খেলার। কারণ ২১ আগস্ট শেষ হতে যাওয়া টুর্নামেন্টটি হবে যুক্তরাজ্যে। আর বাংলাদেশ যেহেতু দেশটির করোনাভাইরাস রেড লিস্টে আছে, সেহেতু সফর শেষ হওয়ার পর দশ দিনের কোয়ারেন্টাইন মেনে মাঠে নামলে প্রভাব ফেলার খুব একটা সুযোগ নেই অজি খেলোয়াড়দের।