admin
08th Apr 2025 6:58 pm | অনলাইন সংস্করণ

স্টাফ রিপোর্ট: দুইটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমা থেকে তাদেরকে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, ধরে নিয়ে যাওয়া জেলেদের এখনো কোনো খোঁজখবর পাওয়া যায়নি। নাফ নদীসহ সাগরে মাছ শিকার নিয়ে জেলেরা আতঙ্কিত।
ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
Array