
শোক সংবাদ, বৃহস্পতিবার ২৪ আক্টোবর ২০১৯ : ঠাকুরগাঁও জেলা পার্টির সহ সভাপতি , পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইসাহাক আলী আজ বুধবার ভোর ৬:৪০ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি, স্ত্রী, ছেলে, মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জনাব ইসাহাক আলীর মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরুপ এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলের চীফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
পৃথক এক শোক বার্তায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হাফিজ উদ্দিন আহমেদ ও জেলা সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী ইসাহাক আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।