
ঢাকা, সোমবার, ০৪ মে ২০২০: কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ এসএম মোস্তফা খান পাঠান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
কিশোরগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ এস এম মোস্তফা খান পাঠান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান প্রয়াত ডাঃ এস এম মোস্তফা খান-এর বিদেহী রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন- ডাঃ এসএম মোস্তফা খান পাঠান ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের আলোকময় অনুসারী। তিনি রাজনীতির পাশাপাশি দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থেকে চিকিৎসা সেবা দিয়েছেন। রাজনীতি ও মানবসেবায় ডাঃ এসএম মোস্তফা খান পাঠান ছিলেন অত্যন্ত সফল একজন মানুষ। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টি এক আদর্শবান রাজনৈতিক নেতাকে হারালো।
কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ এসএম মোস্তফা খান পাঠান-এর মৃত্যুতে অনুরুপ শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।
Array